রহমত নিউজ ডেস্ক 14 December, 2023 08:29 PM
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, প্রত্যেক নাগরিকের ভোট দেয়ার অধিকার যেমন রয়েছে, একইভাবে না দেওয়ার অধিকারও রয়েছে। নির্বাচনের পক্ষে প্রচারণা চালানোর যেমন অধিকার আছে তেমিন নির্বাচনের বিপক্ষেও প্রচারণা চালানোর অধিকার রয়েছে। এক্ষেত্রে শক্তিপ্রয়োগ করার অধিকার সরকারের নেই। এসব অধিকার সংবিধান সংরক্ষণ করে। বিরোধী দলগুলোর মিছিল ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত। নির্বাচন কমিশনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এই নির্দেশনা মূলত সরকারের ইন্ধনে হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এভাবে নির্বাচনের নামে যে প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে তা জাতির কাছে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। অবিলম্বে ঘোষিত একতরফা তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি আশংকার চেয়েও বেশি খারাপের দিকে ধাবিত যাচ্ছে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাহিরে। মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। রেমিটেন্স ও রপ্তানী আয় কমে যাচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে সামনে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় শুরু হবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশকে সংঘাত-সংঘর্ষ এবং অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।
নির্বাহী পরিষদের বৈঠকে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামীকাল ১৫ ডিসেম্বর বাদ জুমআ বায়তুল মোকররম উত্তর গেইট হতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।